সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমার আজকের টিউন-এর বিষয় সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেই কি কি কারণে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়। প্রথমত আমরা সকলেই একটি বিষয়ে একমত হব যে, এক কথায় হ্যাক মানে (চুরি)। এ বিষয়ে মুল কথা হচ্ছে আমরা জেনে বা না জেনেই কোনো না কোনোভাবে হ্যাকারকে পাসওয়ার্ড পাওয়ার রাস্তা বাতলিয়ে না দিলে সে(হ্যাকার) পাসওয়ার্ড কোনোদিনই পাবে না বা পেলেও সেটা দিয়ে সে কিছুই করতে পারবে না।তো এই কথাগুলির মধ্যেই কিছু প্রশ্ন হয়ে গিয়েছে যেমনঃ
- আমরা কিভাবে না জেনে থাকি যে আমার পাসওয়ার্ড তো আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ জানে না।
- আমরা কিভাবে হ্যাকারকে সাহায্য করি?
- পাসওয়ার্ড পেলেও হ্যাকার কিছু করতে পারবে না এর মানে কিখারাপ লাগা সত্তেও একটা কথা সবাইকে মেনে নিতে হবে যে, আমাদের ওয়্যারলেস ডিভাইস-এর পাসওয়ার্ড আমাদের কাছের মানুষরাই আগে জানে তারপর পাড়া-প্রতিবেশি। কাছের মানুষ বলতে ১ম সারির শত্রু হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল। তাদের মধ্যে কেউ ভালো যারা তাদের ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে একটিভ করে দিলে তা নিয়ে আর মাথা ঘামায় না। আর খারাপ হলে তারা অনাকাঙ্ক্ষিত অন্য মানুষকেও পাসওয়ার্ড দিয়ে আপনার বারোটা বাজিয়ে দিতে পারে (নিজস্ব অভিমত)। এখন কথা হচ্ছে পাসওয়ার্ড কারো মোবাইলে দেওয়ার সময় তা ঐ (যার মোবাইলে ওয়াইফাই একটিভ করছেন) মানুষ-এর আড়ালে দিলে কিভাবে সেই লোকটি পাসওয়ার্ড জানবে? এখানে উপায় হচ্ছে বেসিকলি ২টা যেমনঃ
- ১/ যার মোবাইলে/ল্যাপ্টপ/পিসি-তে পাসওয়ার্ড দিচ্ছেন তার মোবাইল রুট করা থাকলে।
- ২/ যার মোবাইলে/ল্যাপ্টপ/পিসি-তে পাসওয়ার্ড দিচ্ছেন সে ওয়াইফাই ডিভাইস সম্পর্কে অনেক জ্ঞানী হলে।
পিসি বা ল্যপটপে ওয়্যারলেস পাসওয়ার্ড দেখার নিয়ম
টিপি লিংক রাউটার হোমপেজ লিংক এবং পাসওয়ার্ড
এক্সেস কন্ট্রোল প্যানেল টিপি-লিংক রাউটার হোমপেজ
এখন শেষ কথা হচ্ছে রাউটারে (ACL) এক্সেস কন্ট্রোল প্যানেল চালু করলে কি কি লাভ? 😕 😕
- ১/ রুট করা মোবাইলে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই একটিভ করলেও, হ্যাকার প্রকৃতির মানুষটি পাসওয়ার্ড জেনেও কিছু করতে পারবে না,যদি আপনি রাউটার হোমপেজের আইডি/পাসওয়ার্ড চেঞ্জ করে রাখেন।
- ২/ উপরের কথার মত একইভাবে কোনো পিসি/ল্যাপটপে পাসওয়ার্ড দিলে সে জানতে পারবে কি পাসওয়ার্ড, ব্যাস জানা পর্যন্তই আর বেশি কিছু করতে পারবে না। কেননা হোমপেজ-এর পাসওয়ার্ড চেঞ্জ + এক্সেস কন্ট্রোল প্যানেল চালু। সবদিক হতেই রাস্তা বন্ধ।(বাকিটা তো বুঝতেই পারছেন) 😉 😉
সর্বশেষ বিষয় যা আমি বাদ দিয়েছি আমার টিউনে তা হচ্ছে কিভাবে আপনার ল্যাপটপের ওয়্যারলেস সেটিং-এর পাসওয়ার্ড হাইড করে দিবেন। কেউ দেখতে পারবে না আপনার ল্যাপটপ-এর ওয়্যারলেস পাসওয়ার্ড।
এই কাজ করতে হলে আপনাকে পিসির রান অপশনে গিয়ে রেজিস্ট্রি সেটিংস এর একটি রেজিস্ট্রি ডিলিট করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই রেজিস্ট্রি ডিলিট করার আগে আপনি আপনার ডিলিট করার ফাইলটি পিসিতে অন্য যেকোনো ফোল্ডারে ব্যাকআপ রেখে ডিলিট করে দিন। তাতে করে আপনি পুনরায় রেজিস্ট্রি এডিটরে ডিলিটকৃত ফাইলটি ইমপোর্ট করে সেটিংস ঠিক করে নিতে পারবেন। বিস্তারিত জানতে/দেখতে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। টিউটোরিয়ালটিতে ভয়েস না থাকায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেটিংস পরিবর্তন করে ওয়্যারলেস পাসওয়ার্ড হাইড করা যায় পিসি/ল্যাপটপ থেকে।
ওয়্যারলেস পাসওয়ার্ড হাইড করার ভিডিও
আমার পুর্বপ্রকাশিত টিউন দেখুন এখানে।
এই পর্যন্ত আমার করা টিউনে আমি যদি কিছু কথা অপ্রীতিকর করে বলে থাকি তাহলে সেটা সবাই ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আমি যা কিছু বলেছি তা সহজ করে বুঝানোর জন্যই বলেছি,তাতে কারো মনে কস্ট লাগলেও আমাকে ক্ষমা করবেন। আমি যদি কোনো কথা সম্পূর্ণভাবে না বলে থাকি তাহলে অনুরোধ রইল আপনারা বুঝে নেওয়ার চেস্টা করবেন। আমার টিউন সম্পর্কে আপনাদের যেকোনো টিউমেন্ট জানাতে সবাই আমাকে টিউমেন্টস করুন। আজ এ পর্যন্তই সবাইকে আজকের মত বিদায় জানিয়ে আমার টিউন শেষ করছি আল্লাহ্-হাফেজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন